,

হবিগঞ্জে বিদ্যুতের বেলকিবাজি শুরু

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরে বিদ্যুতের বেলকিবাজি শুরু হয়েছে। গতকাল সারাদিন বিদ্যুৎতের আসা যাওয়ার কারনে জনজিবনে ঘটে ব্যঘাত। সকাল থেকে ও রাত পর্যন্ত গুড়ি-গুড়ি বৃষ্টির সাথে তীব্র ঠান্ডার সাথে বিদ্যুৎতের আসা-যাওয়া শুরু হয়। এ কারনে দৈননিক কাজে ব্যবহৃত ফ্রীজ, টিভি, কম্পিউটারসহ অনেক যন্ত্রপাতিই অকেজো হয়ে পড়ে। খোজঁ নিয়ে জানা গেছে শহরের অনন্তপুর, মোহন পুর, শায়েস্তানগর, ২নং পুল, পৌদ্দারবাড়ী, বহুলা বাইপাসসহ বিভিন্ন এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎ বিহীন ছিল। বিকাল ৩টার পর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎতের ভেলকিবাজি চলছিল। শহরের শায়েস্তানগর এলাকার ব্যবসায়ী শাহরিয়ার সিমাম জানান, বিদ্যুতের আসা যাওয়ার কারনে তার বাসার ফ্রীজ নষ্ট হয়ে গেছে। এ ভেলকিবাজি চলতে থাকলে চলা ফেরা দুস্কর হয়ে যাবে। হবিগঞ্জ বিদ্যুৎ অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আনসার আলী জানান, বৃষ্টির কারনে বিদ্যুতের লাইন সচল রাখা সম্ভব হচ্ছে না। লাইন চালু করলেই বৃষ্টির জন্য ফিউজ কেটে যাচ্ছে। তবে আশা করছি অচিরেই সব ঠিক হয়ে যাবে।


     এই বিভাগের আরো খবর