,

বিভিন্ন জেলায় মৌসুমী

সময় ডেস্ক ॥ ক্যারিয়ারের শুরু থেকে অভিনয়ে বেশ মনোযোগী মৌসুমী হামিদ। তবে এবার অভিনয়ের বাইরে নতুনভাবে দেখা যাবে তাকে। প্রথমবারের মতো একটি ট্র্যাভেল শো নিয়ে আসছেন তিনি। এরইমধ্যে এটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে বলে জানান এ অভিনেত্রী। মৌসুমী বলেন, দারুণ একটি অনুষ্ঠান করছি। ‘ফিস লাভার’ শিরোনামের এই অনুষ্ঠানের শুটিং বেশ উপভোগ করছি। এখানে আমরা বিভিন্ন জেলায় যাচ্ছি। সেসব জেলায় নানা রকমের মাছ নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন। এটিতে অনেক মজার সঙ্গে মাছের বর্ণনা থাকছে। একইসঙ্গে সেসব মাছ কীভাবে রান্না করা হয় সেটিও দেখানো হবে। অনুষ্ঠানটি ইউটিউবের জন্য নির্মাণ হচ্ছে। নির্মাতা সাখাওয়াত মানিক। এদিকে নতুন বছরে শুটিং শুরু করেছেন এ অভিনেত্রী। বছরের দ্বিতীয় দিন থেকে শুরু করেছেন ‘বৃষ্টি ধারা’ শিরোনামের একটি খণ্ড নাটক। এটি নির্মাণ করছেন আসাদুজ্জামান আসাদ। এটিতে তার সহশিল্পী হিসেবে আছেন অপূর্ব ও মম। খণ্ড নাটকের বাইরে তার অভিনীত একাধিক ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। এগুলো হলো ‘চোরাকাটা’, ‘জায়গীর মাস্টার’, ‘ঘরে বাইরে’। প্রচারের অপেক্ষায় আছে ইমরাউল রাফাতের পরিচালনায় ‘বিষয়টি পারিবারিক’ ও মুসাফির রনির ‘তোলপাড়’ ধারাবাহিক দুটি।


     এই বিভাগের আরো খবর