,

দুর্নীতির অভিযোগে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আঃ নূরের বিরুদ্ধে মামলা

শিপা আক্তার ॥ দুর্নীতির অভিযোগে নবীগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আঃ নূর এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত রবিবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুুরুল হুদা চৌধুরীর আদালতে এই মামলা দায়ের করেন উপজেলার দূর্গাপুর গ্রামের জনৈক স্বপ্না রানী দাশ। মামলার বিবরণে জানা যায়, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আঃ নূর গত ১৮ নভেম্বর তারিখে বিধাব ভাতার বই আনার জন্য নবীগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসে গেলে বাদী ও তার দেবর সমীরন দাশ এর নিকট ঘুষ দাবী করেন। ভাতার বই নিতে হলে তাকে ঘুষ দিতে হবে মর্মে জানান। তারা ঘুষ দিতে অস্বীকার করায় আঃ নূর দরজা আটকিয়ে তাদের নিকট থেকে পুলিশের ভয়ভীতি দেখাইয়া জোর পূর্বক ৬ টি সাদা কাগজে দস্তখত/টিপসই নেয়। এই বিষয় নিয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমল আদালত-৫ এ মামলা দায়ের করিলে বিজ্ঞ বিচারক বিষয়টি আমলে নিয়ে মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ প্রদান করেন। হবিগঞ্জের আদালত পরিদর্শক আল আমিন এই তথ্য নিশ্চিত করেন। সমাজ সেবা কর্মকর্তার ঘুষ দাবী করার বিষয়টি নিয়ে সারা উপজেলা জোরে সমালোচনার ঝড় বইছে। এর আগে বিভিন্ন মামলায় সে জেল কাটে এবং বিভিন্ন সময় অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। সম্পতি তাকে বদলী করা হলেও সে এখনও নিয়মবহির্ভুতভাবে সেখানেই অফিস করছেন। মামলার বাদী স্বপ্না রানী দাস বলেন, তার কাছ থেকে সাদা কাগজে টিপসই নেয়া হলেও এখনও ভাতার বই দেয়া হয়নি। এ ব্যাপারে তিনি ন্যায় বিচার প্রার্থনা করেন। এ ব্যাপারে আঃ নুর এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।


     এই বিভাগের আরো খবর