,

নবীগঞ্জে আওয়ামীলীগের লোকজনের সন্ত্রাসী হামলায় ছুরুক মিয়া গুরুত্বর আহত :: পুলিশ বাদি মামলা নিয়ে ঘুরছেন বিভিন্নস্থানে

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জে উপজেলা আওয়ামীলীগ লোকজনের সন্ত্রাসী হামলায় উপজেলা বিএনপি নেতা ছুরুক মিয়া (৫৩) নামে এক ব্যক্তি গুরুত্বর আহত হয়েছেন। আহত ছুরুক মিয়া (৫৩) নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের মাধবপুর গ্রামের ম”ত- চানফর উল্লাহর পুত্র। সূত্রে জানা যায়, রাজনৈতিক মতাবেধ নিয়ে ছুরুক মিয়ার সাথে দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মীদের দ্বন্ধ চলে আসছিল। গতকাল সোমবার ১৩ জানুয়ারী রাতে মাধবপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে একদল আওয়ামীলীগ নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে তার উপর অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা চালিয়ে মারধোর করতে থাকে। এ সময় তার শোর-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মোঃ ছুরুক মিয়ার বিরুদ্ধে নবীগঞ্জ ও হবিগঞ্জ থানায় পুলিশ এসল্ট সহ বিভিন্ন রাজনৈতিক মামলা রয়েছে। এগুলি হচ্ছে- বিগত ১০ ফেব্রুয়ারী ২০১৮ইং সালে নবীগঞ্জ থানার এস.আই (নিঃ) পার্থ রঞ্জন চক্রবর্তী বাদী হয়ে মোঃ ছুরুক মিয়া সহ ৯ জনের বিরুদ্ধে ১৫(৩) ২৫-ডি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, একে অপরের সহযোগিতায় রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি, গাড়ী ভাংচুরের অভিযোগে জি আর ৪৮/১৮ (নবী) মামলা দায়ের করেন। বিগত ০৬ অক্টোবর ২০১৮ইং সালে এসআই মফিজুল হক বাদী হয়ে ছুরুক মিয়া সহ ২৯ জনের নাম উল্লেখ করে ৪(থ) ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন এ জিআর ৩০৬/১৮ (নবী) মামলা দায়ের করেন। বিগত ২২ অক্টোবর ২০১৮ইং সালে হবিগঞ্জ সদর থানার এসআই (নিরস্ত্র) মোঃ লোকমান মিয়া বাদী হয়ে পুলিশের কাজে বাধাসহ বিভিন্ন অভিযোগে ছুরুক মিয়া সহ ১৭ জনের নাম উল্লখ করে জিআর ৩৭৯/১৮ (হবি) মামলা দায়ের করা হয়। বিগত ২০ ডিসেম্বর ২০১৮ইং নবীগঞ্জ থানার বাউর কাপন গ্রামের মৃত শেখ আব্দুণ সাত্তারের পুত্র শেখ জামাল আহমদ ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১১৪/৫০৬(২)৩৪ পেনাল কোড ১৮৬০ ধারায় বিভিন্ন অভিযোগ এনে ছুরুক মিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় জিআর ৩৬৯/১৮ (নবী) মামলা দায়ের করেন। ওই সমস্ত বিভিন্ন মিথ্যা হয়রানী মূলক মামলা কাদে নিয়ে মোঃ ছুরুক মিয়া হন্য হয়ে বিভিন্নস্থানে ঘুরে বেরাচ্ছেন। তার পরিবার অনেক কষ্ট করে অসহায় অবস্থায় দিনাতিপাত করে চলছে। এ ব্যাপারে ছুরুক মিয়া প্রশাসনের সহযোগিতা চান।


     এই বিভাগের আরো খবর