,

শুটিং স্পট থেকে চলে এলেন সুচরিতা

সময় ডেস্ক ॥ পরিচালক রফিক শিকদারের বিরুদ্ধে শুটিং স্পটে বাজে ব্যবহার করার অভিযোগ তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী সুচরিতা। তিনি জানান, রফিক শিকদারের ‘বসন্ত বিকেল’ নামে নতুন সিনেমার কাজে পাবনা যাবার পর সময়মত শুটিং না করে সারাদিন বসিয়ে রাখা হয় তাকে। পরে পরিচালকের সঙ্গে তর্ক শুরু হলে তিনি ঢাকায় চলে আসেন। ঢাকায় এসে এ ঘটনায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে পরিচালকের শাস্তি দাবি করে লিখিত অভিযোগও দেন তিনি। সিনিয়র অভিনেত্রী সুচরিতা’র সাথে অসদাচরণ করায়, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সমিতির সকল সদস্যকে পরিচালক রফিক শিকদারের যে কোনো শুটিং এবং ডাবিং থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। শিল্পী সমিতি সাংগঠনিকভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও জানা যায়। এদিকে পরিচালক রফিক শিকদার গতকাল সকালে ঢাকায় এসেছেন। তিনি এ প্রসঙ্গে পাল্টা অভিযোগ করে বলেন, এটা একটা মিথ্যে অভিযোগ। বরং উনি (সুচরিতা) আমার সঙ্গে বাজে ব্যবহার করেছেন। আমার মৃত মাকে নিয়ে গালি দিয়েছেন। আমি অনুরোধ করেছিলাম এ ধরনের গালি গালাজ না করতে। তারপরও তিনি এমন ব্যবহার করেছেন। এমন ঘটনার সূত্রপাত কিভাবে তৈরি হলো তা জানতে চাইলে এই চলচ্চিত্র নির্মাতা আরো বলেন, উনি বলছেন যে তিনি শুটিং না করানোর কারণে দুই ঘন্টা বসে ছিলেন। আমি বলেই নিয়েছিলাম যে, আপনার দুটি দৃশ্যের শুটিং করলাম। এখন নায়িকার দৃশ্যের কাজ করবো। তাই দুই ঘন্টা বিশ্রাম নিন আপনি। কারণ সূর্যের আলো থাকতে থাকতে ওই দৃশ্যের কাজটি শেষ করতে হবে। আমি তাকে বিশ্রামে রেখে শুটিং করতে চলে যাই। এটাই তার অভিমান। কেনো তাকে বসিয়ে রাখা হলো। এটার জন্য তিনি আমার সঙ্গে অশালীন আচরণ করে শুটিং না করে শুটিং স্পট থেকে ঢাকায় চলে আসেন। আমি তো উল্টো প্রযোজক সমিতিতে বিচার দিবো। তিনি শুটিং না করে শিডিউল ফাঁসিয়ে কেনো চলে আসলেন? এদিকে ঘটনা সম্পর্কে মৌখিকভাবে শুনেছেন বলে জানিয়েছেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন। তবে দুই পক্ষের পুরো ঘটনা জানার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা যায়। উল্লেখ্য, সম্প্রতি পাবনায় রফিক শিকদারের পরিচালনায় ‘বসন্ত বিকেল’ ছবির কাজ শুরু হয়। এ ছবিতে অভিনয় করছেন শিপন মিত্র, তানভীর তনু, নবাগত শাহ হুমায়রা সুবহা, সুচরিতাসহ আরো অনেকে। এ ছবিটি প্রযোজনা করছেন শামসুজ্জামান রিমন।


     এই বিভাগের আরো খবর