,

শায়েস্তাগঞ্জে প্রতিদিন চলছে জমজমাট জুয়াড় আসর

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব নিশাপট ও চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বরমপুর সীমান্তবর্তী মধ্যবর্তীস্থানে প্রতিদিন চলছে জমজমাট জুয়াড় আসর। এই আসর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত খোলা আকাশের নীচে কৃষি জমিতে লোডু, তাসসহ বিভিন্ন খেলা জুয়ার আসর বসছে। আবার রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত একই স্থানে ত্রিপাল টানিয়ে ওয়ানটেন্ড বোর্ডসহ বিভিন্ন খেলার সরঞ্জাম নিয়ে জুয়াড় আসর চালিয়ে যাচ্ছে। উক্ত আসরে হবিগঞ্জ জেলা ছাড়া ও বিভিন্ন অঞ্চল থেকে পেশাদারী জুয়াড়িরা এসে যোগ দিচ্ছে বিভিন্ন শ্রেণীর পেশাজীবী, কিশোর, স্কুল কলেজের ছাত্র থেকে প্রাপ্ত বয়ষ্ক লোকজন জড়িয়ে পড়েছে। শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব নিশাপট এলাকার ব্যবসায়ী দোকান সূত্রে জানাযায়, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের শহীদ মেম্বারের মেয়ের জামাই পেশাদার জুয়াড়ি মোঃ বাচ্চু মিয়ার নেতৃত্বে প্রতিদিন ৫০ থেকে ৭০ লক্ষ টাকার বরমপুর ও নিশাপট সীমান্তবর্তী স্থানে জুয়াড় আসর পরিচালনা করে যাচ্ছে নিরবে। জুয়াড়িরা শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট দুই থানার আইন শৃংখলা বাহীনিসহ এলাকার কিছু অসাধু প্রভাবশালী চক্রকে ম্যানেজ করে দীর্ঘদিন যাবত জুয়ার আসর পরিচালনা করে গেলেও এলাকার লোকজন প্রতিবাদ করার কেউ নেই। জানাযায় ২ থানার আইন শৃংখলা বাহীনির তৎপরতার কারণে হবিগঞ্জ জেলার জুয়ার আসর জমাতে পারছে না। ফলে উল্লেখিত স্থানে জোয়াড়িরা ২ গ্রামের সীমান্তবর্তী নিরজন স্থানে কৃষি জমিতে বেছে নিয়েছে। জুয়াড়িরা খেলায় খেলায় টাকা হারিয়ে গেলে কেই বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে চুরি, ডাকাতি ও অহরহ ঘটনা ঘটছে। আইন শৃংখলা সভায় জুয়াড়ির বিরোদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েও বরমপুর ও পূর্ব নিশাপট সীমান্তবর্তী এলাকায় কোন ব্যবস্থা না থাকায় এলাকার পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে বলে এলাকার সচেতন মহল এ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।


     এই বিভাগের আরো খবর