,

চীনে করোনা ভাইরাস সংক্রমণে হবিগঞ্জ শহরে ফলের দাম বৃদ্ধি

জুয়েল চৌধুরী ॥ চীনে করোনা ভাইরাস সংক্রমণের ঘটনাকে পুজি করে হবিগঞ্জ শহরে ফলের দাম বৃদ্ধি করে দিয়েছে এক শ্রেনীর ফল ব্যবসায়ীরা। তারা আগের চেয়ে দিগুন ছড়া দামে বিভিন্ন জাতের ফল বিক্রি করছে। এতে সাধারণ ক্রেতারা ফল কিনতে হিমশিম খাচ্ছেন। গতকাল সরজমিনে শহরের চৌধুরীবাজার, থানার মোড়, শায়েস্তানগর বাজার, বেবীষ্ট্যান্ডসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, দোকান ও ভ্রাম্যমাণ বেনগাড়ি করে এক শ্রেনীর ব্যবসায়ীরা আপেল ১০০ টাকার স্থলে ১৬০-১৮০ টাকায়, কমলা ১১০ টাকার স্থলে ১৫০-১৬০ টাকায়, সাদা আঙ্গুর ২০০ টাকার স্থলে ৩০০ টাকায়, কালা আঙ্গুর ৩০০ টাকার স্থলে ৪০০ টাকা, মালটা ১০০ টাকার স্থলে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, মিষ্টি বড়ই ৫০ টাকার স্থলে ৮০-১০০ টাকায় বিক্রি করা হচ্ছে। গতকাল দুপুরে শহরের সার্কিট হাউজ সড়কে সদর উপজেলার রাজিউড়া গ্রামের বিলাল মিয়া নামে এক যুবক হাসপাতালে রোগীর জন্য ফল কিনতে এসে চড়া দাম দেখে হতাশা প্রকাশ করেন। এ ব্যাপারে সুহেল মিয়া নামে এক ফল ব্যবসায়ীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আপেল মালটা কমলাসহ বেশ কিছু ফল চীনদেশ থেকে আমাদের দেশে আসে। সম্প্রতি ওই দেশে করোনা ভাইরাস দেখা দেয়ায় ফল না আসায় দাম বেড়েছে। এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের একজন ম্যাজিস্ট্রেট বলেন অচিরেই এসব ফল ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর