,

মৌলভীবাজারে বিয়ের পিঁড়িতে বসা ৩ বিদেশফেরতকে জরিমানা

সংবাদদাতা ॥ মৌলভীবাজার সদর ও কুলাউড়া উপজেলায় ৩ প্রবাসীর বিয়ে ছিল গতকাল। বিয়ের পিঁড়ি থেকে তাদেরকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়। পাশাপাশি তাদেরকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার পৌর কমিউনিটি সেন্টারে ৮ মার্চ গ্রিসফেরত প্রবাসীর বিয়ের অনুষ্ঠান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট নেসার উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হন। তিনি বর ও কনে পক্ষকে ৫০ হাজার টাকা ও কমিউনিটি সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও, জেলার কুলাউড়া উপজেলায় হোম কোয়ারেন্টিনের নির্দেশনা না মেনে বিয়ের প্রস্তুতি নেওয়ায় দুই প্রবাসীকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কুলাউড়ার ভাটেরা এলাকায় ওমান প্রবাসী গত ৬ মার্চ দেশে আসেন। আজ তার বিয়ের অনুষ্ঠান ছিল স্থানীয় কমিউনিটি সেন্টারে। গত ১৫ তারিখ দেশে ফেরা দুবাই প্রবাসীর বিয়ে আগামীকাল। তার বিয়ের প্রস্তুতি চলছিল। তাদেরকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী। দুই প্রবাসীই জানিয়েছেন, তারা তাদের বিয়ের প্রস্তুতি হিসেবে কেনাকাটা করেছেন। নিজেরাই সবাইকে দাওয়াত দিয়েছেন। খবর পেয়ে আজ কুলাউড়া থানা পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বাড়িতে গেলে হোম কোয়ারেন্টিন থেকে বাইরে যাওয়ার বিষয় তারা স্বীকার করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী বলেন, ‘সবাইকে সচেতন করতেই এরকম উদ্যোগ নিয়েছি। এসব দেখে কেউ যদি আইন না মানেন তাহলে তাদেরকে কয়েকগুণ বেশি টাকা জরিমানা করা হবে।’


     এই বিভাগের আরো খবর