,

মনসুর শিক্ষা ও জনকল্যাণ ট্রাস্ট এর পক্ষ থেকে মোমেন ফাউন্ডেশনকে একলক্ষ টাকা অনুদান

স্টাফ রিপোর্টার : সাম্প্রতিক করোনা দুর্যোগে সেবামুলক নানামুখী কর্মসূচি নিয়ে সিলেটবাসীর পাশে দাড়িয়েছেন সিলেট ১ আসনের মাননীয় সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মোমেন ফাউন্ডেশন’র মাধ্যমে সিলেট নগরীর নিম্ন আয়ের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। আর এসব কর্মসূচীতে করোনা ভয়কে উপেক্ষা করে স্বশরীরে উপস্থিত থেকে অসহায় মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন। মোমেন ফাউন্ডেশন’র এসব সেবামূলক কাজে উৎসাহ দিতে এবার পাশে দাড়িয়েছেন মনসুর শিক্ষা ও জনকল্যাণ ট্রাস্ট এর চেয়ারম্যান সৈয়দ আহমদ মনসুর। ব্যক্তিগত উদ্যোগে সিলেটের বিভিন্ন অঞ্চলে খাদ্যসামগ্রী বিতরণের বাইরে এবার মোমেন ফাউন্ডেশনের উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন সৈয়দ আহমদ মনসুর। গত ১০মে (রবিবার) বিকেলে মোমেন ফাউন্ডেশনের সেবা মূলক কাজকে এগিয়ে নিতে এক লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে মনসুর শিক্ষা ও জনকল্যান ট্রাস্টের পক্ষ থেকে। পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন এর কাছে নগদ এ অনুদান প্রদান করেন মনসুর শিক্ষা ও জনকল্যান ট্রাস্টের চেয়ারম্যান সৈয়দ আহমদ মনসুর। অনুদান গ্রহনকালে সেলিনা মোমেন মনসুর শিক্ষা ও জনকল্যান ট্রাস্টের মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের এই কঠিন সময়ে দেশের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। তাই আসুন দেশের এই সংকটময় সময়ে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসি। সৈয়দ আহমদ মনসুর বলেন, করোনা পরিস্থিতিতে সারা দেশের মানুষ একটি কঠিন সময় পার করছেন। মানুষের এ কঠিন মুহূর্তে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা উচিত। এরই অংশ হিসেবে মনসুর শিক্ষা ও জনকল্যান ট্রাস্টের পক্ষ থেকে এই অনুদান প্রদান হয়েছে বলে তিনি জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর এপিএস ইমদাদুল হক, পররাষ্ট্রমন্ত্রীর পিএ সাইফুল ইসলাম জুয়েল ও মনসুর শিক্ষা ও জনকল্যান ট্রাস্টের সেক্রেটারি সৈয়দ সুলতান মনসুর প্রমুখ।


     এই বিভাগের আরো খবর