,

একদিনে পৌরএলাকায় ২ কোটি ৪৪ লক্ষ টাকার উন্নয়ন কাজের ফলক উন্মোচন করলেন এমপি আবু জাহির

জলাবদ্ধতা নিরসনে ব্যাপক তৎপরতা মেয়র মিজানুর রহমান ও পৌরপরিষদের প্রতি সন্তোষ

স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসের কঠিন পরিস্থিতিতেও স্বাস্থ্যনীতি মেনে দেশে উন্নয়ন কাজ এগিয়ে চলছে। করোনা সংকট মোকাবেলার পাশাপাশি হবিগঞ্জ পৌরসভায়ও ব্যাপক উন্নয়ন কাজ হাতে নেয়া হয়েছে।’ -হবিগঞ্জ পৌর এলাকার ৮ টি স্থানে উন্নয়ন কাজের ফলক উম্মোচন করতে গিয়ে এসব কথা বলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। আবু জাহির এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীক নিয়ে হবিগঞ্জ পৌরসভায় মেয়র নির্বাচিত হওয়ার পরপরই পৌরসভার উন্নয়নে ব্যাপক কর্মতৎপরতা শুরু হয়েছে। নির্বাচিত হওয়ার পরপরই মেয়র মিজানুর রহমানকে আমি শহরের জলাবদ্ধতা নিরসনে ব্যাপকভাবে উদ্যেগ নিতে পরামর্শ দেই। সাথে সাথে শহরকে জলাবদ্ধতামুক্ত করতে আমি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেই। সেই অনুযায়ী ব্যাপক উচ্ছেদ অভিযান, ড্রেন
ও খাল খনন কার্যক্রমের মাধ্যমে হবিগঞ্জ শহরের জলাবদ্ধতা অনেকাংশে নিরসন করা হয়েছে। এর ফলে ব্যাপক বৃষ্টিপাতের পরও এবার অন্যান্য বছরের মতো শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়নি।’ এজন্য তিনি হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান ও পৌরসভার কাউন্সিলরবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভবিষ্যতেও দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ফলক উন্মোচনের সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান, কাউন্সিলর মোঃ আবুল হাসিম, মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, খালেদা জুয়েল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ সিরাজুল হক, ইউজিআইআইপি’র সহাকারী প্রকৌশলী নিরূপম দেব সহ অন্যান্যরা। বুধবার দিনব্যাপী উন্নয়নকাজের উদ্বোধন করেন হবিগঞ্জ-লাখাই শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। একদিনে তিনি পৌরএলাকায় ২ কোটি ৪৪ লক্ষ টাকার উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন। এ কাজগুলো হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের আওতায় পরিচালিত। উন্নয়ন কাজগুলো হলো ৪৭লক্ষ ৫৬ হাজার ৪শ ৬৫ টাকায় উমেদনগর কবরস্থান হতে বানিয়াচং রোড পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ, ৮০ লক্ষ ৮৭ হাজার ৪৭৪ টাকায় বানিয়াচং সওজ রাস্তা হতে শাহপরান মাদ্রাসা হয়ে উমেদনগর পৌর উচ্চবিদ্যালয় সংলগ্ন সওজ রাস্তা পর্যন্ত আরসিসি রাস্তা, ১৩ লক্ষ ৭৭ হাজার ৮৮২ টাকায় ২নং পুল এলাকার সওজ রাস্তা হতে বাইপাস রাস্তা
পর্যন্ত আরসিসি রাস্তা, ৪৭ লক্ষ ৩৭ হাজার ১শ ৯৭ টাকায় কোর্ট ষ্টেশন এলাকায় পৌরসভার রাস্তা হতে জনাব মোঃ ফজলুর রহমান সাহেবে বাসা হয়ে শেখের মহল্লা পর্যন্ত আরসিসি রাস্তা, ১৬ লক্ষ ৭৯ হাজার ৫৬৭ টাকায় কোর্ট ষ্টেশন এলাকার চাষী বাজার হতে কাউন্সিলর আলমগীর সাহেবের বাসা হয়ে বাইপাস রাস্তা পর্যন্ত আরসিসি রাস্তা, ১৩ লক্ষ ৩৯ হাজার ৩ শ ৪৫ টাকায় জেকে এন্ড এইচকে উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পাশ্ববর্তী সওজ রাস্তা হতে জনাব আব্দুল্লাহ সাহেবের বাসা পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ, ১১ লক্ষ ৭৯ হাজার ৬শ ৫২ টাকায় শায়েস্তানগর এলাকার কবরস্থান সংলগ্ন রাস্তা হতে কাউন্সিলর জনাব উম্মেদ আলী শামীম সাহেবের বাসা হয়ে জনাব নিজাম সাহেবের বাসা পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ ও ১২ লক্ষ ৫৬ হাজার ১ শ ৪১
টাকায় যশের আব্দা এলাকার খোয়াই বাধ হতে মাদ্রাসা পর্যন্ত এইচবিবি রাস্তা নির্মাণ।


     এই বিভাগের আরো খবর