,

জীবন ও প্রকৃতি রক্ষায় বনায়নের বিকল্প নেই -এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ গাছ মানুষকে জীবন রক্ষাকারী অক্সিজেন প্রদান করে। বাঁচায় প্রাকৃতিক দুর্যোগ থেকে। জীবন ও প্রকৃতি রক্ষায় বনায়ন বৃদ্ধির বিকল্প নেই। সেজন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহবান জানিয়েছেন সকল জনগণের প্রতিও। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এ সময় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জেলার আওয়ামী লীগ ও এর ভাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীকে গাছ লাগানোর আহবান জানান তিনি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, তজম্মুল হক চৌধুরী, অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, নুর উদ্দিন চৌধুরী বুলবুল, আব্দুল মোছাব্বির বকুল, অ্যাডভোকেট রুকন উদ্দিন তালুকদার রুকু, শড়খ শুভ্র রায়, অ্যাডভোকেট কনক জ্যোতি সেন রাজু, মিজানুর রহমান শামীম, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, স্বপন লাল বণিক, আব্দুল মোতালিব, আব্দুর রহমানসহ সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা ইউনিটের মাঝে গাছের চারা এবং করোনার জন্য মাস্কসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। পরে হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে গাছের চারা রোপন করা হয়। একই স্থানে অপর এক অনুষ্ঠানে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগেও বৃক্ষরোপন ও বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।


     এই বিভাগের আরো খবর