,

হবিগঞ্জ-লাখাই সড়কে অদক্ষ চালক দিয়ে চালানো হচ্ছে বাস

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ-লাখাই সড়কে অদক্ষ চালক দিয়ে চালানো হচ্ছে বাস। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। বারবার অভিযোগ করার পরও এর কোনো প্রতিকার হচ্ছে না। জানা যায়, প্রতিদিন কোর্ট স্টেশন থেকে লাখাই সড়কে প্রায় ২০টি লোকাল বাস চলাচল করে। কিন্তু এ বাসগুলোর বেশিরভাগই চালাচ্ছে অদক্ষ ও কিশোর চালক দিয়ে চালানো হচ্ছে। এ ছাড়া বর্তমান সময়ের মহামারী করোনায় স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী নিয়ে ডাবল ভাড়ায় চলছে এ সড়কের বাসগুলো। ভাড়ার বিষয়টি নিয়ে প্রায়ই চালক ও হেলপারদের সাথে যাত্রীদের বাকবিতন্ডার ঘটনা ঘটছে। কোনো কোনো সময় মারামারির ঘটনাও ঘটছে। গত শুক্রবার দুুপুরে হবিগঞ্জ শহরের ছালেক মিয়া (৭০) নামের এক রিকশা চালক লংকার ব্রীজের নিকট পৌঁছলে আরিয়ান পরিবহণ নামে একটি লোকাল বাস তাকে চাপা দিলে তার রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এক পর্যায়ে তিনি আহত হন। ওই বাসের চালক ছিলো জামাল মিয়া নামের এক কিশোর। ওই সময় রিকশা চালকের চিকিৎসা না করিয়ে উপরোন্ত ওই রিকশা চালককে বাসের হেলপার ও চালক গালমন্দ করে। এ ঘটনায় প্রতিকার দাবি করেছেন ভুক্তভোগীরা।


     এই বিভাগের আরো খবর