,

হবিগঞ্জে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের এডভোকেসি সভা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকল ১১ টায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল কনফারেন্স রুম এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয় যে, আগামী ৪-১৫ অক্টোবর ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে ১টি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ১টি করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সহকারী পরিচালক ডাঃ হাবিবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুখলেছুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা প্রণব চৌধুরী, ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক শাহ নজরুল ইসলাম, মেডিকেল অফিসার সিভিল সার্জন ডাঃ ওমর ফারুক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার কলিম উল্লাহ শিকদার। এ সময় বক্তাগন বলেন, ভিটামিন ‘এ’ প্লাস শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে না, ভিটামিন ‘এ’ প্লাস শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ডায়রিয়াসহ শিশু মৃত্যুর ঝুকি কমায়। তাই উক্ত ক্যাম্পেইনে সবাইকে সক্রিয় ভাবে অংশগ্রহণ করতে হবে।


     এই বিভাগের আরো খবর