,

ব্যাটারি চালিত অটোরিকশার অনুমতি দেয়া হবে না -জেলা প্রশাসক

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ পৌরশহরে জেলা প্রশাসন বা পৌরসভার অনুমতি ছাড়াই অবাধে চলছে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা। এসব নিয়ন্ত্রণে পৌর কর্তৃপক্ষ কিংবা ট্রাফিক বিভাগের কার্যত কোনো উদ্যোগ নেই। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকার সড়কে দিব্যি দাপিয়ে বেড়াচ্ছে কয়েক সহস্রাধিক ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা। শুধু অটোরিকশাই নয়, পাশাপাশি ব্যাটারী চালিত অবৈধ টমটমও রয়েছে। উচ্চগতিসম্পন্ন এসব মোটরচালিত রিকশা ও টমটম প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। তা ছাড়া এসব রিকশার ব্যাটারি অবৈধ পন্থায় চার্জ করা হয়। তাতে বিদ্যুতের অপচয় বাড়ছে। যে কারণে অফ-পিক আওয়ারেও লো-ভল্টেজ, লোডশেডিং তথা বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জনস্বার্থে ১২শ টমটমের অনুমতি দেন। বর্তমান পৌরমেয়র দিয়েছেন আরও ১শ। কিন্তু চলছে আরো বেশি। ফলে শহরে যানজট তীব্র আকার ধারণ করছে। জানা গেছে, বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান কিন হবিগঞ্জ শহর গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। কিন্তু পৌরসভার অনুমতি বিহীন অবৈধ টমটমের বিরুদ্ধে কার্যত কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না পৌর কর্তৃপক্ষের তরফ থেকে। তবে মেয়র জানিয়েছেন, অনুমতিপ্রাপ্ত টমটমের অদক্ষ চালকদের প্রশিক্ষণের আওতায় আনা হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক কামরুল হাসান জানান, শহরকে যানজটমুক্ত রাখতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের অনুমতি দেয়া হবে না। অচিরেই অবৈধ টমটম ও অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হবে।


     এই বিভাগের আরো খবর