,

হবিগঞ্জ ও সুজাতপুরে পৃথক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ ও সুজাতপুরে বিট পুলিশিং এর উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় সুজাতপুর বাজার প্রাঙ্গণে সুজাতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম মুর্শিদ সরকার। এতে প্রধান অতিথি ছিলেন সুজাতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনাম খান চৌধুরী ফরিদ। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাসান চৌধুরী হেমসিম, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, জজ মিয়া, মহিউদ্দিন আহমেদ, উজ্জল মিয়া, বাসন্তী রায়, বাজার কমিটির সভাপতি শুভ আহমেদ মজলিস, ডাক্তার তানজিমা আক্তার, মলু চৌধুরী, সালমা আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হানিফ খান দ্বী-মুখি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। নারী নির্যাতন রোধে জনগণকে বিভিন্ন সচেতনতামূলক দিক নির্দেশনা প্রদান করেন। অপরদিকে সদর থানা পুলিশ ১০নং বিটে ৪, ৫, ৬নং ওয়ার্ডে একই সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেখ নুর হোসেন, পৌরসভার সিডিসি’র সভাপতি রিনা বেগম, এসআই নয়ন মনি দেব প্রমূখ।


     এই বিভাগের আরো খবর