,

টমটমের ভাড়া নিয়ে হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

জুয়েল চৌধুরী ॥ টমটমের ভাড়া নিয়ে শহরের শায়েস্তানগর বাজার পয়েন্টে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে হবিগঞ্জ শহরের সাথে শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা প্রায় ২ ঘন্টা বন্ধ থাকে। খবর পেয়ে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টা আপ্রাণ চেষ্টার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শায়েস্তানগর এলাকার আব্দুল আওয়াল শহরের আরডি হল এলাকা থেকে টমটমে উঠে তার স্ত্রীকে নিয়ে শায়েস্তানগর পয়েন্টে নেমে ১০ টাকা দেন। এ সময় বহুলার টমটম শাহ আলম ২০ টাকা দাবি করে। এ নিয়ে দুইজনের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে শাহ আলম ক্ষিপ্ত হয়ে উঠে। এতে শায়েস্তানগর ও বহুলার লোকজনের মাঝে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাঁধে।
যাত্রীদের অভিযোগ, ইদানিং টমটম চালকরা হবিগঞ্জ শহরে ভাড়ার নামে নৈরাজ্য শুরু করেছে। প্রায়ই টমটমের ৫টাকা ভাড়ার স্থলে মনগড়া মতো ১০ টাকা নেয়ায় মারামারি হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, শহরের বাসা বাড়ির গৃহবধূ ও নারী যাত্রীদের ভাড়া নিয়ে কথা বললেই চরম বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে। এ ব্যাপারে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন হবিগঞ্জ শহরবাসী। এ বিষয়ে সদর মডেল থানার ওসি মাসুক আলী জানান, শুনেনি টমটমের ভাড়া নিয়ে সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে ওই এলাকায়।


     এই বিভাগের আরো খবর