,

হবিগঞ্জে ৪ সাংবাদিক বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক প্রভাকর পত্রিকার সম্পাদকসহ ৪ সাংবাদিকের উপর দায়ের করা মানহানীর মামলা প্রতিবাদে মানববন্ধন করেছে হবিগঞ্জ অনলাইন টিভি সাংবাদিক ইউনিটি। গতকাল রবিবার বেলা ১১টায় হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গণমাধ্যমকর্মী সহ রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হবিগঞ্জ অনলাইন টিভি সাংবাদিক ইউনিটি’র সহ-সভাপতি অপু চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রহমত আলীর পরিচালনায় বক্তারা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
এসময় বক্তারা বলেন, ‘মাধবপুর উপজেলা বাঘাসুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন আহমেদ মামলার মাধ্যমে গণমাধ্যমের কন্ঠ রোধ করতে চান। কিন্তু সকল অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের লেখনী অব্যাহত থাকবে। সত্য প্রকাশে কখনো কোন কিছুর সাথে আপোষ করা হবে না।’
বক্তারা আরো বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় স্বার্থান্বেষী মহল সাংবাদিকদের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা দায়ের করে। এ ধরনের হয়নারীমূলক মামলা গণমাধ্যমের স্বাধীন অগ্রযাত্রার পথে অন্তরায়।’ এজন্য বক্তারা অবিলম্বে এ মামলা প্রত্যাহার করার দাবী জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সিপিবি হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক পিযুষ চক্রবর্তী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি রাসেল চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের ইনকামিং সাধারণ সম্পাদক ও মাছরাঙা টিভি’র প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রভাষক আব্দুল করিম, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি নুরুজ্জামান চৌধুরী শওকত, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ও যমুনা টিভি’র প্রতিনিধি প্রদীপ দাস সাগর, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ও একাত্তর টিভি’র জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, বাংলাদেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি ফয়সল চৌধুরী, বিজয় টিভি’র জেলা প্রতিনিধি ইলিয়াছ আলী মাসুক, দৈনিক জনতার দলিল পত্রিকার জেলা প্রতিনিধি ডাঃ এম এ জলিল, জেলা সাংবাদিক ফোরামের কোষাধ্যক্ষ মীর আব্দুল কাদির, চ্যানেল এস’র প্রতিনিধি সিরাজুল ইসলাম জীবন, দৈনিক প্রভাকরের প্রধান প্রতিবেদক জাহেদ আলী মামুন, দৈনিক খোয়াই সিনিয়র স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরী, সাংবাদিক জাহাঙ্গীর রহমান, সংবাদের জেলা প্রতিনিধি মো. শাহআলম, হবিগঞ্জ অনলাইন টিভি ইউনিটি’র সদস্য আব্দুল হান্নান, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার মো. তানভীর হোসেন, দৈনিক প্রভাকরের স্টাফ রিপোর্টার মহসিন আহমেদ, সমরাজ মিয়া, এস কে সুজন, হারুনুর রশীদ, রাহিম আহমেদ, লিমন শাহ, সাংবাদিক রুবেল মিয়া, সাহানুর রহমান সোহান, লোকালয় বার্তার স্টাফ রিপোর্টার সনজব আলী, বিএসটিভি’র মো. সজল, আমার হবিগঞ্জ পত্রিকার স্টাফ রিপোর্টার এম এ রাজা, লোকালয় বার্তার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান শাওন, মো. আবুল হাসান রাজা প্রমুখ।


     এই বিভাগের আরো খবর