,

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বাহুবল ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলা ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে সহ আরো ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (২৮ অক্টোবর) গভীর রাতে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়- ডিজিটাল
নিরাপত্তা আইনের মামলায়, নিরাপত্তা আইনের মামলায়, বাহুবল উপজেলা আওয়ামীলীগ ও পুলিশের ভয়ে মোস্তাফিজুর রহমান দেশ ছেড়ে পালাতে চাচ্ছিল। বুধবার তাকে গ্রেফতারের পর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। মামলার বিবরনে জানা যায়- গত ২৮ অক্টোবর জামায়াত-শিবির কর্মীদের সাথে নিয়ে দলীয় কর্মসূচী পালনের নামে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে চুনারুঘাট বাজারে জড়ো হতে থাকে। বিকাল ৪টার দিকে বিএনপি ও জামায়াত কর্মীরা বিক্ষোভ করে বাহুবল থানার মিরপুর বাজারের গোলচত্বরে নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি করে বাহুবল বাজারে সমবেত হয়ে উস্কানীমূলক বক্তব্য প্রদান করে। মোস্তাফিজুর রহমানের উস্কানিমূলক বক্তব্যের কারনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষুব্দ হয়। পরে মোস্তাফিজুর রহমান ও তার নেতাকর্মীদের নির্দেশে ৮০-৯০ জন বিএনপি কর্মী বাহুবল উপজেলার বিভিন্নস্থানে টাঙ্গানো বঙ্গবন্ধ’ শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী, জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দের ছবি সম্বলিত পোষ্টার, ব্যানার, ফেস্টুন ভাংচুর ও নিশ্চিহ্ন করে দেয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের নেতাকর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং তাদেও ছবিতে লাথি মারতে থাকে। পরে মোস্তাফিজুর রহমানসহ বিএনপি কর্মীরা তাদের ফেইসবুক আইডি থেকে তা প্রচার করে আওয়ামীলীগ ও সরকার প্রধানের মান সম্মান ক্ষুন্ন করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ওসি।


     এই বিভাগের আরো খবর