,

হবিগঞ্জে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ দিয়েছে পিআইবি

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের আটটি উপজেলার পঁয়ত্রিশজন সাংবাদিককে সাংবাদিকতায় তিনদিনের বুনিয়াদি প্রশিক্ষণ দিয়েছে পিআইবি (প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ)। গত ৩ নভেম্বর থেকে গতকাল ৫ নভেম্বর পর্যন্ত হবিগঞ্জ প্রেস ক্লাবে এ প্রশিক্ষণ দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহিরের পরিচালনায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার। এছাড়াও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ, পিআইবি’র প্রতিবেদক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) জিলহাজ উদ্দিন নিপুন, হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান। তিনদিনের প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজ, পিআইবি’র প্রতিবেদক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) জিলহাজ উদ্দিন নিপুন এবং পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক (চ.দা.) মোহাম্মদ আব্দুল মান্নান। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার।


     এই বিভাগের আরো খবর