,

সমবায় সমিতিগুলো ক্ষুধা মুক্ত ও দারিদ্র সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে -এমপি মিলাদ গাজী

জাবেদ তালুকদার ॥ ”বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” “একতাই শক্তি সমবায়ের উক্তি” শ্লোগানকে সামনে রেখে সরকারী নির্দেশনা মোতাবেক স্বাস্থবিধি মেনে নবীগঞ্জে ৪৯তম সমবায় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণী সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় নবীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হাফিজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়ার পরিচালনায় নবীগঞ্জ উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী নুরুল ইসলাম। গীতা পাাঠ করেন নবীগঞ্জ উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক নয়ন মনি সরকার। উক্ত সভায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী শাহনেওয়াজ মিলাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, উপজেলা পজীব কর্মকর্তা শাকিল আহমেদ, নবীগঞ্জ উপজেলা বিআরডিবির সভাপতি দিলারা হোসেন। সমবায় সমিতির সদস্যদের মাঝে বক্তব্য রাখেন, আরুয়া কলকলিয়া সমবায় সমিতির সভাপতি মোঃ শফিকুর রহমান, বড়চড়া পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতির সভাপতি অনু আহমদ, নবীগঞ্জ হকার্স সমবায় সমিতির সম্পাদক ফজলুল করিম। আলোচনা সভার পরপরই নবীগঞ্জ উপজেলার সমবায় সমিতিগুলোর কার্যক্রমের ভিত্তিতে সেরা ৩টি সমবায় সমিতিকে পুরস্কার প্রদান করা হয়েছে। পুরস্কারপ্রাপ্ত সমিতিগুলো হল কসবা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, আরুয়া কলকলিয়া পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতি ও মায়া মৎসজীবী সমবায় সমিতি। আলোচনা সভায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এমপি গাজী শাহনেওয়াজ মিলাদ বলেন, সমবায় সমিতির কার্যক্রমগুলো খুবই প্রশংসনীয়। দেশকে এগিয়ে নিতে হলে সমবায় সমিতির ভূমিকা অপরিহার্য এবং সমবায় সমিতিগুলো ক্ষুধা মুক্ত ও দারিদ্র সমাজ গঠনে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করছে।


     এই বিভাগের আরো খবর