,

ভোক্তা অধিদপ্তরে অভিযোগ দিয়ে পুরস্কার পেলেন হবিগঞ্জের এক মহিলা

সংবাদদাতা ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের সামনে গতকাল সোমবার দুইটার সময় পারুল আক্তার নামে এক মহিলা তৌহিদ ফার্মেসিতে ঔষধ গিয়েছিলেন। সেই ফার্মেসী থেকে ওই মহিলা ঔষধ কেনার পরে ঔষদের দাম দেওয়ার সময় দেখেন, ঔষধের নির্ধারিত দামের চেয়ে বেশি ধরা হয়েছে। এ ব্যাপারে তিনি তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানিয়েও তিনি কোনো প্রতিকার পাননি। পরে সেই মহিলা এর প্রতিকার চেয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার ১০ মিনিটের মধ্যেই পুলিশসহ সেখানে পৌছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। সেখানে সবকিছু যাচাই বাছাই করে ঘটনার সত্যতা পান তিনি। পরে অভিযোগের ভিত্তিতে তৌহিদ ফার্মেসিকে ঘটনাস্থলেই ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসেবে ১২৫০ টাকা সাথে সাথে প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর