,

যুব সমাজকে বিপথগামী করাই জঙ্গিদের উদ্দেশ্য -এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ বিভিন্ন জাতিকে ধ্বংস করে দিয়েছে। এরা মানুষকে ভ্রান্ত ধারণা দিয়ে অন্যায় কাজের সাথে জড়িয়ে নিতে চায়। ইসলামের অপব্যাখ্যা দিয়ে যুব সমাজকে বিপথগামী করাই তাদের উদ্দেশ্য। এক্ষেত্রে সকলকে সচেতনতার বিকল্প নেই। গতকাল সোমবার হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী কর্মকান্ডে নৈতিকতার অবক্ষয় এবং বিপথগামিতা রোধকল্পে যুবকদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরও বলেন, দেশকে উন্নত-সমৃদ্ধ করতে যুব সমাজকে কাজে লাগাতে হবে। সেজন্য যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে যাচ্ছে। ধর্মীয় অনুশাসন মানুষকে পরিশুদ্ধ করে। যুব সমাজকে যুব শক্তিকে পরিণত করতে তাদেরকে সঠিক ধর্মীয় অনুশাসনের ভেতরে নিয়ে আসা প্রয়োজন। সরকারের একার পক্ষে শতভাগ সফল হওয়া কষ্টসাধ্য। তাই সমাজের প্রতিটি মানুষকেই সরকারের কাজে সহযোগিতা করা উচিত। তখন তিনি যুব সমাজকে আত্মকর্মসংস্থানের দিকে আগ্রহী হতে বিভিন্ন ধরণের দিক নির্দেশনামূলক কথা বলেন। হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক ফখর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষণে ৬০ জন তরুণ-তরুণী অংশ নেন। পরে এমপি আবু জাহির যুব উন্নয়ন অধিদপ্তরে বৃক্ষরোপন কর্মসূচি ও মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।


     এই বিভাগের আরো খবর