,

হবিগঞ্জে ট্রাভেলেটস অফ বাংলাদেশ ভ্রমন কন্যা এর ৪র্থ জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার ॥ ট্রাভেলেটস অফ বাংলাদেশ ভ্রমন কন্যা এর ৪র্থ বর্ষে পদার্পন উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষ রোপন কর্মসূচীর আয়োজন করা হয়। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকালে স্থানীয় সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাপা জেলা সভাপতি অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি এড. মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সুরবিতান সাধারন সম্পাদক ব্যাংকার মোঃ আবুল ফজল, ভ্রমন কন্যা জেলা লিডার নাহিদা খান সুর্মী, কো-লিডার জারিন তাসনিম প্রমী, রাকিবুল হাসান প্রমুখ। বিভিন্ন বক্তা নারীদের ক্ষমতায়ন, মুক্তিযুদ্ধ পর্যটন শিল্পের বিকাশ, বাল্য বিবাহ ও ইভটিজিং রোধ, মেয়েদের আত্মরক্ষার কৌশল, কুসংস্কার, মেয়েদের বয়ঃ সন্ধিকালে বিভিন্ন সমস্যা সমাধান বিষয়ক ক্ষেত্রে ভ্রমন কন্যা গৃহিত বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। পরে অতিথিবৃন্দ কেক কাটেন এবং সুরবিতান সড়কের পাশে একটি বৃক্ষের চারা রোপন করেন। অনুষ্ঠানে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্রীরা অংশ গ্রহন করেন।


     এই বিভাগের আরো খবর