,

হবিগঞ্জ বাস মালিক সমিতির ধর্মঘট ৮ ঘন্টা পর প্রত্যাহার

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ বাস মালিক সমিতির ডাকা ধর্মঘট ৮ ঘন্টা পর প্রত্যাহার করা হয়েছে। সেই সাথে বিকাল ৩টা থেকে বাস চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক। এর আগে প্রশাসনের আশ্বাসে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়। প্রসঙ্গত, ঢাকা-সিলেট মহাসড়কসহ জেলা ও উপজেলার সড়কে চলাচলরত সকল অবৈধ সিএনজি, নছিমন, অটোরিকশাসহ যানবাহন চলাচল বন্ধের দাবিতে গতকাল রবিবার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বাস মালিকরা তাদের বাসের চাবি জেলা প্রশাসকের নিকট হস্তান্তরের লক্ষ্যে শহরের প্রধান সড়কে প্রায় অর্ধশতাধিক বাস সারিবদ্ধভাবে দাড় করিয়ে রাখেন। গতকাল রবিবার বেলা ২টায় জেলা প্রশাসক কামরুল হাসানের সঙ্গে বাস মালিক-শ্রমিকদের বৈঠক শেষে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে বেলা আড়াইটা থেকে পুনরায় বাস চলাচল শুরু হয়। বৈঠকে হবিগঞ্জ সদর থানা পুলিশসহ বাস মালিক শ্রমিক নেতারা অংশ নেন। হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্ক শুভ্র রায় বলেন, ‘প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে পুনরায় বাস চলাচল শুরু করেছি। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান আমাদের আশ্বস্ত করেছেন মহাসড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু করবেন। আগামী ১০ দিন পর প্রশাসন দৃশ্যমান অগ্রগতি সম্পর্কে আমাদের অবগত করবেন।’ এদিকে সকাল থেকে সিলেটসহ বিভিন্ন রুটে চলাচলকারী বাস চলাচল বন্ধ করে দেয়ায় দিনভর চরম বিপাকে পড়েন যাত্রীরা। কেউ কেউ সিএনজি, লেগুনাসহ বিকল্প বাহনে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। তিনি বলেন, এসব ছোট ছোট যানবাহন মহাসড়কে চলাচলের ফলে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। এতে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটছে। গড়ে প্রতিদিন অন্তত একজন সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। তাই দুর্ঘটনা রোধে এসব গাড়ি মহাসড়কে এবং আঞ্চলিক সড়কে চলাচল অবশ্যই বন্ধ করা প্রয়োজন বলে জানান তিনি।


     এই বিভাগের আরো খবর