,

হবিগঞ্জ শহরে ছিচকে চোরের উপদ্রব বৃদ্ধি

জুয়েল চৌধুরী : হবিগঞ্জ শহরের ছিচকে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। বর্তমানে রাতে পুলিশী টহল থাকায় চোরের দল কৌশল পাল্টেছে চুরির। দিনের বেলা কিংবা রাতের শুরুতেই বিভিন্ন বাসা থেকে মোবাইল ফোন, কাপড়ছোপড় ও দামি জুতা চুরি করে নিয়ে যাচ্ছে। এছাড়া শহরের বিভিন্ন এলাকায় চায়ের দোকান রয়েছে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এসব চায়ের দোকানে চোরের দল আড্ডা দিয়ে থাকে এবং চুরির প্ল্যান করে। চায়ের দোকানগুলোতে পুলিশী অভিযান না থাকায় এসব অপরাধ হচ্ছে বলে মনে করছেন অনেকে। গতকাল শ্যামলী ও শায়েস্তানগর এলাকার কয়েকটি বাসা থেকে দামি মোবাইল ও জুতা চুরি হয়েছে। আর এই জুতা চুরির সাথে জড়িত রয়েছে শহরের গোসাই নগর এলাকার একটি চক্র। এই চক্রটি অন্য কিছু চুরি না করলেও জুতা চুরিকে পেশা হিসেবে নিয়েছে। চুরি যাওয়া জুতা রং করে কম দামে বিক্রি করে থাকে।


     এই বিভাগের আরো খবর