,

হবিগঞ্জ শহরে স্বর্ণের দোকান থেকে আংটি নিয়ে উধাও প্রতারক চক্র

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের প্রধান সড়ক টাউন মসজিদ রোডে অবস্থিত শান্তা শিল্পালয় থেকে অভিনব কায়দায় ৪টি স্বর্ণের আংটি নিয়ে উধাও হয়ে গেছে প্রতারক চক্র। উধাও হয়ে যাওয়া আংটির আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা। গত, ১৪ ডিসেম্বর (সোমবার) দুপুরে একদল প্রতারক চক্র আংটি কেনার উদ্দেশ্যে শান্তা শিল্পালয়ে প্রবেশ করে প্রথমে তারা দুটি আংটি দেখাতে বলে পরে দোকানদার বিভিন্ন ডিজাইনের ৪-৫ টি আংটি দেখায়। প্রতারক চক্র কৌশলে ৪টি আংটি হাতে নিয়ে মোবাইলে কথা বলতে বলতে বের হয়ে যায়। পরবর্তীতে অনেক খোজ খবর নিয়েও তাদের হদিস মেলেনি। এনিয়ে ওই এলাকার ব্যবসয়ীদের মাঝে আতংক বিরাজ করছে। এ ব্যাপারে শান্তা শিল্পালয়ের স্বত্ত্বাধিকারী বিনয় সূত্রধরের সাথে কথা হলে তিনি বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখে প্রতারক চক্রের এক সদস্যকে তিনি চিনে ফেলেন। সে শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকার মৃত তোরব আলীর পুত্র মোঃ শাহীন মিয়া। খোজ নিয়ে জানা যায়, প্রতারক শাহীন মিয়া ওই এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন বাড়ি থেকে এভাবেই প্রতারণা করে আসছে। এলাকার লোকজন তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে পুলিশে দিতে চাইলে গোপনে বাড়ি ঘর বিক্রি করে এলাকা ছাড়ে মোঃ শাহীন মিয়া। অনুসন্ধানে জানা যায় প্রতারক শাহীন মিয়া বর্তমানে শহরের অনন্তপুর এলাকায় মসজিদের পাশে একটি ভাড়া বাড়িতে তার পরিবার নিয়ে থাকে। এ ব্যাপারে শান্তা শিল্পালয়ের স্বত্ত্বাধিকারী বিনয় সূত্রধর হবিগঞ্জ বণিক সমিতি ও হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে অবগত করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তারা আশ্বাস প্রদান করেন। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানায় একটি অভিযোগ ও দায়ের করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর