,

হবিগঞ্জ শহরে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি, ৩ ফার্মেসীকে জরিমানা

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরে হাসপাতাল এলাকায় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৩ ফার্মেসির মালিককে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিংহার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আধুনিক সদর হাসপাতাল এলাকায় অবস্থিত বানিয়াচং ফার্মেসীকে ৭ হাজার টাকা, মুন্নী ফামের্সীকে ২ হাজার টাকা, সাদিয়া ফামের্সীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় হবিগঞ্জ সদর থানার পুলিশ অভিযানে সহায়তা করে।
হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক দেবানন্দ সিংহা জানান, মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখা বিক্রির দায়ে এসব ফামের্সীকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


     এই বিভাগের আরো খবর