,

হবিগঞ্জে চোরের উপদ্রব বৃদ্ধি ॥ প্রতিরোধে সভা

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের চোরের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই বাসা-বাড়ি বা দোকানে চুরি হচ্ছে। এতে করে ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় শহরের শায়েস্তানগর এলাকার একটি ক্লিনিকে চুরি প্রতিরোধে সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ব্যাকস সমিতির সভাপতি আলহাজ¦ শামসুল হুদা, সদর থানার ওসি মোঃ মাসুক আলী। এ ছাড়াও উপস্থিত ছিলেন ডাক্তার সৈয়দ আবরার জাবের, সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমান হেলাল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম, ভান্ডারী বিলাল আহমেদ, জাকির হোসেন, আবু জাহির প্রমুখ। সভায় চুরি, ছিনতাই রোধে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। এ ছাড়াও প্রতিটি এলাকায় পাহারাদার নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।


     এই বিভাগের আরো খবর