,

হবিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক
বনভোজন ও সাধারণ সভা অনুষ্টিত
হবিগঞ্জ প্রতিনিধি ॥ দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী হবিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও সাধারণ সভা। প্রেসক্লাবের সদস্যদের পরিবার পরিজনদের পদচারণায় মুখরিত হয়ে উঠে মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গলের শান্ত স্নিগ্ধ মনোলোভা পরিবেশে গড়ে উঠা ট্রি-হ্যাভেন রিসোটর্টি। বিভিন্ন সাজে সজ্জিত এই রিসোর্টটি প্রথম দর্শনেই মন কেড়ে নেয় বনভোজনে অংশগ্রহণকারীদের। গতকাল শনিবার সকাল সাড়ে ৯ টায় প্রেসকাব ভবনের সামন থেকে ৩টি বাস প্রেসক্লাব সদস্যদের পরিবার পরিজন নিয়ে রওয়ানা হয়। পাহাড়ের আকাবাকা পথ মাড়িয়ে সকাল ১১ টার দিকে বাস ৩টি পৌঁছে ট্রি-হ্যাভেন রিসোর্টে। দিনভর পরিবার পরিজন নিয়ে সদস্যরা ঘুরে বেড়ান এই রিসোর্টের আনাচে কানাচে। ছোট বড় সবাই মোবাইলে গ্রুপ ও সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েন। অনেকেই আবার সুইমিংপুলে সাতড়িয়ে ব্যস্ত সময় কাটান। দুপুরে প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদের পরিচালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের চলতি বছরের আয়-ব্যয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে সর্বসম্মতিক্রমে গৃহিত হয় প্রায় ৩৩ লাখ টাকার বাজেট। এসময় বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, রুহুল হাসান শরীফ, শোয়েব চৌধুরী, হারুনুর রশীদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, শাহ ফখরুজ্জামান, সাইদুজ্জামান জাহির। অন্যান্য সদস্যদের মাঝে বক্তব্য রাখেন, শফিকুল আলম চৌধুরী, রাশেদ আহমেদ খান, মোহাম্মদ নুর উদ্দিন, শরীফ চৌধুরী প্রমুখ। এছাড়াও এসময় অন্যান্য সদস্যবৃন্দ এতে উপস্থিত ছিলেন। পরে দুপুরের খাবার শেষে শুরু হয় প্রেসকাব সদস্য ও তাদের পরিবারের সন্তানদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা। প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় প্রতিযোগীতায় অংশ গ্রহনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র। পরে একে একে বিজয়ীদের মাঝে ১ম, ২য় ও ৩য়সহ মোট ২৭টি পুরস্কার প্রদান করা হয়। পরিশেষে প্রেসকাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ ও সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ বনভোজনের জন্য মনোরম এই রিসোর্টকে মনোনীত করায় এবং ২০২১ সালের বনভোজনে অংশ গ্রহন করে সফল করায় সকল সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।


     এই বিভাগের আরো খবর