,

হবিগঞ্জে সম্মিলিত নাগরিক আন্দোলনের অবস্থান কর্মসূচি

মোঃ জুনাইদ চৌধুরী ॥ হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অর্থ লুটপাটের বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে অধ্য আবু সুফিয়ানসহ জড়িতদের গ্রেফতারসহ ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অবস্থা কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতাল সড়কের উদীয়মান সূর্যের পাদদেশ এ কর্মসূচি পালন করে হবিগঞ্জ সম্মিলিত নাগরিক আন্দোলন। সংগঠনের জেলা সভাপতি পীযুষ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা জাসদের সাবেক সভাপতি এড. তোরাব আলী খন্দকার, তৈল গ্যাস রক্ষা সমন্বয়ক নুরুল হুদা চৌধুরী শিবলী, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাবিবুর রহমান, জেলা বাসদের সমন্বয়ক এড. জুনায়েদ মিয়া, জেলা জাসদ নেতা সোহরাব খান প্রমূখ। সভায় বক্তারা শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আবু সুফিয়ানের অপসারণ, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা সংকট দূর করে আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা গ্রহন করা, হবিগঞ্জ পৌরসভার সুষ্ঠু বর্জ্য ব্যবস্থপনা বাস্তবায়ন করে আধুনিক স্টেডিয়াম এলাকা ও খোয়াই ব্রিজের তলদেশসহ শহরকে আবর্জনা মুক্তকরণসহ ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায় সম্মিলিত নাগরিক কমিটি বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহন করবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়।


     এই বিভাগের আরো খবর