,

হবিগঞ্জ পৌরসভা নির্বাচন! সিদ্ধান্তে অটুট মিজান, মনোনয়ন প্রত্যাহার করলেন তনু

সংবাদদাতা ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন বিএনপির বিদ্রোহী হিসেবে মনোনয়ন দাখিল করা মো. ইসলাম তরফদার তনু। এছাড়া কাউন্সিলর পদেও একজন নিজের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিজান নির্বাচনের সিদ্ধান্তে অটুট রয়েছেন। গতকাল বৃহস্পতিবার জেলা নির্বাচন অফিসে তারা নিজেদের
মনোনয়ন প্রত্যাহার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম। তিনি বলেন, ‘মেয়র পদে মো. ইসলাম তরফদার ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. শামছুর রহমান মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।’ এ ব্যাপারে ইসলাম তরফদার তনু বলেন, ‘আমি দীর্ঘ ৩৭ বছর ধরে বিএনপির রাজনীতি করে আসছি। ব্যক্তির চেয়ে দল বড়, দলের প্রতি সম্মান জানিয়ে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।’ ইসলাম তরফদার তনু জেলা বিএনপির যুগ্ম আহবায়ক। তনুর মনোনয়ন প্রত্যাহারের মাধ্যমে এখন বিএনপি থেকে মেয়র পদে নির্বাচনে শুধুমাত্র প্রতিদ্বন্দ্বিতা করছেন দলীয় মনোনয়নপ্রাপ্ত জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক সেলিম। তবে আওয়ামী লীগ প্রার্থী জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের বিদ্রোহী হয়ে মাঠে রয়েছেন বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান। হবিগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এর মধ্যে স্বতন্ত্র হিসেবে বিএনপির বিদ্রোহী প্রার্থী ইসলাম তরফদার তনু মনোনয়ন প্রত্যাহার করায় বর্তমানে ৬ জন প্রার্থী নির্বাচন করবেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম, বিএনপি মনোনিত মেয়র প্রার্থী এনামুল হক সেলিম, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান, স্বতন্ত্র প্রার্থী মো. শামছুল হুদা, গাজী মো. পারবেজ, মো. বশিরুল আলম কাউছার। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি ইভিএমের মাধ্যমে এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।


     এই বিভাগের আরো খবর