,

জাতীয় পার্টির শাসনামলে দেশের জনসাধারণের জানমালের নিরাপত্তা ছিল, মাধবপুরে কর্মী সভায় সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু

সংবাদদাতা ॥ জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি আহ্বায়ক সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু বলেন দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত দেশ গড়তে জাতীয় পার্টিতে যোগদানের আহ্বান জানান। মঙ্গলবার বিকালে মাধবপুর উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, জাতীয় পার্টির শাসনামলে দেশের জনসাধারণের জানমালের নিরাপত্তা ছিল। দেশে সুশাসন ও সুবিচার প্রতিষ্ঠিত হয়েছিল। তাই দেশের মানুষ আবারও সাবেক সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের আদর্শে জিএম কাদের এর নেতৃত্বে জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আকতার হোসেন মনির এর সভাপতিত্বে ফকির কায়সার আহমেদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, জাতীয় পার্টি কেন্দ্রীয় ক্রিড়া সম্পাদক ও কেন্দ্রীয় জাতীয় যুবসংহতির সদস্য সচিব আহাদ উদ্দিন শাহীন,জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জালাল উদ্দীন খান, যুগ্ম আহ্বায়ক কদর আলী মোল্লা, কেন্দ্রীয় জাতীয় যুবসংহতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজল আহমেদ, জেলা যুবসংহতির আহ্বায়ক এডঃ শিবলী খায়ের, চুনারুঘাট উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুহিদ চৌধুরী,নবীগঞ্জ উপজেলা জাতীয় যুবসংহতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মুন্না,বক্তব্য রাখেন ওসমান গনী,আজিজুর রহমান, জাহাঙ্গীর আলম চৌধুরী, মারফত আলী,এনাম খান, মোহন মিয়া, আইয়ুব আলী, আবু তাহের, শামীম আহমদ, সজল মিয়া, মাওলানা জাকিউর রহমান প্রমুখ।কর্মী সমাবেশ শেষে প্রধান অতিথি এম এ মুনিম চৌধুরী বাবু বক্তব্য শেষে আকতার হোসেন মনির কে আহ্বায়ক, ওসমান গনী, আব্দুল ওয়াহাব, আবু তাহের কে যুগ্ম আহ্বায়ক, ফকির কায়সার আহমেদ কে সদস্য সচিব করে ৫১ সদস্য মাধবপুর উপজেলা এবং হাজী বাসার কে আহ্বায়ক, মিন্টু রায় কে যুগ্ম আহ্বায়ক, কবির ভুইয়া কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট পৌর কমিটি ঘোষণা করেন।


     এই বিভাগের আরো খবর