,

‘পাঠাগার আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে রাজু-কে “কবি শামসুর রহমান সম্মাননা স্মারক

প্রেস বিজ্ঞপ্তি ॥ বই পড়া আন্দোলনে বিশেষ অবদানের জন্য ‘পাঠাগার আন্দোলন বাংলাদেশ’ এর পক্ষ থেকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামের ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ এর প্রতিষ্ঠাতা রত্নদীপ দাস রাজু-কে “কবি শামসুর রহমান সম্মাননা স্মারক -২০২১” প্রদান করা হয়। তিনি উক্ত সম্মাননা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম এ খালিক মহোদয়ের হাত থেকে গ্রহন করেন। “স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী : জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক আলোচনা সভায় এ সম্মাননা প্রদান করা হয়। জাতীয় পাবলিক লাইব্রেরির সেমিনার হলে আয়োজিত উক্ত সভায় ‘পাঠাগার আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ’ এর সভাপতি মোঃ ইমাম হোসেনের সভাপতিত্বে ও মহাসচিব নাসিম আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম এ খালিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি, বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিদর্শক ও কবি শামসুর রহমান সম্মাননা স্মারক -২০২১ এর আহবায়ক খালিক খসরু পিপিএম, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর, শিক্ষাবিদ অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী প্রমুখ।


     এই বিভাগের আরো খবর