,

হবিগঞ্জে বিশ্ব যক্ষা দিবস পালিত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ ‘মুজিব বর্ষের অঙ্গীকার, যক্ষামুক্ত বাংলাদেশ গড়ার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে বিশ্ব যক্ষা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সির্ভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও ইউ.এস. এআইডি’স অ্যালায়েন্স ফর কমব্যাটিং টিবি ইন বাংলাদেশ (এসিটিবি) এর সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সির্ভিল সাজন ডাঃ মুস্তাফিজুর রহমান। সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ কলিম উল্লা সিকদার এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হীড বাংলাদেশ এর পরিচালক (অপারেশন) ডাঃ সুবীর খিয়াং বাবু, নাটাব জেলা শাখার সভাপতি শহিদ উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি এড. মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাধারন সম্পাদক এড. রুহল হাসান শরীফ, পুলিশ পরির্দশক মোঃ মাহবুবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন, মুনুরু যাকোব, প্রকল্প পরিচালক যহ্মা নিয়ন্ত্রন প্রকল্প, হীড বাংলাদেশ। সভায় বক্তাগন জানান দেশে বর্তমানে ৭৭ হাজার হারিয়ে যাওয়া যক্ষা রোগী রয়েছে। এ সকল রোগীর চিকিৎসা নিশ্চিত করতে হবে। ২০৩৫ সালের মধ্যে দেশ থেকে যক্ষা নির্মূল করার ব্যপারে সরকারি উদ্যোগ সফল করতে সকলকে ঐক্লান্তিক প্রয়াস চালাতে হবে। এর আগে হাসপাতাল প্রাঙ্গনে স্বাস্থ্য বিধি মেনে ষ্ট্যান্ডিং র‌্যালী করা হয়।


     এই বিভাগের আরো খবর