,

লকডাউন প্রতিপালন করতে মাঠে তৎপর জেলা প্রশাসন

জুয়েল চৌধুরী : করোনা ভাইরাস প্রতিরোধে সরকার নির্ধারিত ৭ দিনের লকডাউনে হবিগঞ্জে ২য় দিনে প্রশাসনের তৎপরতা ছিল লক্ষনীয়। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে বাহিরে চলাচলের সুযোগ দেয়নি প্রশাসন। শহরবাসী অধিকাংশ সচেতন থাকলেও সকালের দিকে শহরে মানুষের আনাগুনা লক্ষনীয় ছিল। তবে বেলা যত বাড়তে থাকে লোকজন তত কমতে থাকে। জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় পুলিশের পাশাপাশি বিজিবি, র‌্যাব এবং ভ্রাম্যমান আদালতের তদারকি ছিল। গতকাল ১৫ এপ্রিল বৃহস্পতিবার জেলায় করোনার সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে বিভিন্ন স্থানে মোট ৫টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সর্বমোট ৫৬টি মামলার মাধ্যমে ৫৬ জন ব্যক্তিকে মোট ২৬ হাজার ৫৮০টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার সকল উপজেলায় সরকার নির্দেশিত সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ কার্যক্রম চলমান থাকবে।


     এই বিভাগের আরো খবর