,

হবিগঞ্জে খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ॥ দেড় লাখ টাকা জরিমানা

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জে সদর উপজেলার খোয়াই নদীর বিভিন্ন স্থান থেকে দেদারছে অবৈধভাবে বালু উত্তোলন করছে একদল বালুদস্যুরা। বারবার তাদের বিরুদ্ধে অভিযান চালালেও তাদের দমন করা যাচ্ছে না। ফলে একদিকে সরকার প্রতি বছর লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে অন্যদিকে হবিগঞ্জের প্রাণকেন্দ্রের তিনটি ব্রীজ হুমকির সমুক্ষিণ হয়ে পড়েছে। যে কোন সময় ধ্বসে পড়ে হবিগঞ্জ জেলার সাথে বেশ কয়েকটি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থের নেতৃত্বে সদর উপজেলার রাঙ্গেরগাঁও খোয়াই নদীর চরে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু বোঝাই ট্রাক্টরসহ তিন ব্যক্তিকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, রাঙ্গেরগাঁও এলাকার মো. সেলিম মিয়া, মো. নুরুজ্জামান সাকী ও মো. জামাল খান খোকন। প্রসঙ্গত, ইতোপূর্বেও তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা বেগম খোয়াই নদীর মাছুলিয়া ব্রীজের নিচ থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় এক বালুদস্যুকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং মেশিনটি পুড়িয়ে ফেলা হয়। স্থানীয়রা জানান, বালুদস্যুরা প্রভাব খাটিয়ে মাছুলিয়া ব্রীজ, মশাজান বীজ, রামপুর ব্রীজ, কিবরিয়া ব্রীজ, কামড়াপুর ব্রীজসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছে। এর ফলে ব্রীজগুলো হুমকির মুখে পড়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক ইশরাত জাহান জানান, পর্যায়ক্রমে সকল বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।


     এই বিভাগের আরো খবর