,

হবিগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও প্রকৌশলীর অপসারণ দাবিতে অবস্থান কমসূচি

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিদুৎ গ্রাহক ফোরাম। গতকাল মঙ্গলবার দুপুরে পিডিবি’র নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে পৌর মেয়র আতাউর রহমান সেলিমসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, দেওয়ান মোস্তাক গাজী, এএসএম নূরুজ্জামান চৌধুরী শওকত, এএইচএম শিবলি খান, আব্দুল গাফফার চৌধুরী সোহেল, মফিজুর রহমান টিটু, কামরুজ্জামান জামাল, মাহমুদ ইকবাল সুমন, বিপ্লব রায় সুজন, সত্যজিৎ দাশ রনি ও ইব্রাহীম হোসেন প্রমূখ। এসময় বক্তারা বলেন, দেশের অন্যতম বিদুৎ উৎপাদনকারী জেলা হলেও হবিগঞ্জে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অত্যন্ত নাজুক। সামান্য বাতাস বা আকাশে মেঘ দেখা দিলেই বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা শহর। অসহনীয় গরমে যখন মানুষের নাভিশ্বাস উঠছে, তখন ঘন ঘন বিদ্যুত বিভ্রাটে শহরবাসী অতিষ্ট। এ অবস্থার জন্য তারা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের গাফিলতিকে দায়ী করে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের পাশাপাশি নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবি করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন তারা। পরে পৌর মেয়রসহ বিদ্যুৎ গ্রাহক ফোরামের একটি প্রতিনিধি দল নির্বাহী প্রকৌশলীর সাথে মতবিনিময় করেন।


     এই বিভাগের আরো খবর