,

হবিগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন মেয়র সেলিম

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় পালিত হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। গতকাল শনিবার সকালে উমেদনগর ইপিআই কেন্দ্রে ওই ক্যাম্পেইনের উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। পরে হবিগঞ্জ সদর হাসপাতালে ক্যাম্পেইন উদ্বোধন করেন তিনি। এছাড়াও অন্যান্য কেন্দ্রেও এ প্লাস ক্যাম্পেইন পরিদর্শন করেন মেয়র। উদ্বোধনকালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল ও স্বার্থক করতে স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দয়িত্বপালন করতে আহবান জানান তিনি। তিনি করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে শিশুদের টিকাদানে অংশগ্রহন করতে এবং পরিবারের সকল সদস্যদের স্বাস্থ্যসম্মত জীবন যাপনে উদ্বুদ্ধ করতে সকল অভিভাকদের প্রতিও আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার সচিব মোঃ ফয়েজ আহমেদ, স্যানিটারি ইন্সপেক্টর অবনী কুমার দাস প্রমুখ। ৬ মাস হতে ১ বছরের নীচে পর্যন্ত শিশুদের নীল বর্ণের ভিটামিন ক্যাপসুল এবং ১ বছর হতে ৫ বছরের নীচে পর্যন্ত শিশুদের লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। হবিগঞ্জ পৌর এলাকায় এ কর্মসূচী পালিত হচ্ছে ২১টি কেন্দ্রে। প্রায় ৮ হাজার শিশু এ কর্মসূচীর আওতায় ভিটামিন এ ক্যাপসুল গ্রহন করবে। জুন মাসের ৫ তারিখ হতে ১৯ তারিখ পর্যন্ত চলবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। ওই সময়ের মাঝে শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য সকল অভিভাবকের প্রতি আহবান জানিয়েছে হবিগঞ্জ পৌরসভার স্বাস্থ্য বিভাগ।


     এই বিভাগের আরো খবর