,

হবিগঞ্জে ভার্চুয়াল আদালতে দুই শতাধিকেরও বেশি আসামির জামিন মঞ্জুর

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জে ভার্চুয়াল আদালতের প্রথম দিনে দুই শতাধিকেরও বেশি আসামির জামিন মঞ্জুর হয়েছে। এতে আইনজীবি ও বিচারপ্রার্থীরা খুশি হয়েছেন। তবে আইনজীবিরা বলছেন, দীর্ঘদিন করোনায় কোর্ট বন্ধ ছিলো। ইদানিং ঈদকে সামনে রেখে বিজ্ঞ আদালত আসামিদেরকে জামিন দিয়েছেন। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৪১টি মামলার হাজতি আসামির জন্য জামিন শুনানী হয়। এর মাঝে ৬০টি মামলার জামিন না মঞ্জুর ও ৬১টি মামলার জামিন মঞ্জুর হয়। এর মাঝে ১০৪ জন হাজতি আসামি ওই কোর্ট থেকে জামিনে মুক্তি পান। আজমিরীগঞ্জ চৌকি আদালতে ১৪টি মামলার শুনানী হয়। এর মাঝে ১টি না মঞ্জুর ও ১৩টি জামিন মঞ্জুর করা হয়েছে। ৭৮ জন আসামি জামিনে মুক্তি পায়। এ ছাড়া ১৩টি ফাইলিং, রিমান্ড শুনানী ২টি, গাড়ি ও ভিকটিম জিম্মা ৩টি। অপর সূত্রে জানা যায়, জজ আদালত থেকে আরও ২০ জনেরও বেশি আসামির জামিন মঞ্জুর হয়। জামিননামা হবিগঞ্জ কারাগারে গেলে শত শত স্বজনরা তাদেরকে ছাড়িয়ে আনার জন্য ভিড় করেন। তখন দীর্ঘ লাইনের কারণে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন চীফ জুডিসিয়াল আদালতের নাজির শাকিল মিয়া।


     এই বিভাগের আরো খবর