,

বাহুবলে পৌরসভা বাস্তবায়নে জোর প্রদক্ষেপ নেব- মিলাদ গাজী এমপি

বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি বলেন, বাহুবল উপজেলা সদরকে পৌরসভা বাস্তবায়নে জোর প্রদক্ষেপ নেব। এছাড়াও সাটিয়াজুরী রেলওয়ে স্টেশনকে আধুনিকায়ন, বাহুবল কলেজে বঙ্গবন্ধু ম্যুারাল স্থাপনসহ চলিতাতলা-বাহুবল সদর হয়ে বাগান বাড়ি পর্যন্ত সড়কের সংস্কার কাজ অতি শিঘ্রই শুরু হবে। তিনি গতকাল সোমবার বিকাল ৩টায় উপজেলা আইন-শৃঙখলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন। বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আলমগীর কবীর, বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুন নূর মানিক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম, শামছুদ্দিন তারা মিয়া, আজমল হোসেন চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী টেনু, সাইফুদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আফসানা আনজুম, মাও: তাজুল ইসলাম, ডা. বেনু দেব, নীহার রঞ্জন দেব প্রমুখ। সভায় বাহুবল বাজারের যানজট নিরসন, ফুটপাতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফিটনেস বিহীন গাড়ি চলাচল ও যত্রতত্র গাড়ি পাকিং বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও স্নানঘাট ইউনিয়ন পরিষদে গণটিকা কর্মসূচীতে সরকারি কাজে বাঁধা প্রদানকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।


     এই বিভাগের আরো খবর