,

হবিগঞ্জে হাসপাতাল কোয়ার্টার দখল নিয়ে কর্মচারীদের মাঝে সংঘর্ষ ॥ নারীসহ আহত ৫

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের পুরাতন হাসপাতাল কোয়ার্টার দখল নিয়ে কর্মচারীদের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ ৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, দীর্ঘ ২০ বছর ধরে শহরের পুরাতন হাসপাতাল কোয়ার্টার দখল করে রাখে হাসপাতালের কিছু কর্মচারীরা। এমনকি এসব কোয়ার্টারে অবৈধ বিদ্যুত সংযোগসহ পৌরসভার পানিও ব্যবহার করা হচ্ছে। কিন্তু বিল সরকারি কোষাগারে জমা দেয়া হয় না। তাছাড়া ১৯৯৮ সালে অনন্তপুর এলাকায় হবিগঞ্জ সদর হাসপাতাল স্থানান্তর করা হয়। সেখানে হাসপাতালের নার্স, আয়া ও পিয়নদের জন্য কোয়ার্টার বরাদ্দ রয়েছে। কিন্তু এ কোয়ার্টারে তারা না যেয়ে সরকারি অর্থ ফাঁকি দিতে পুরাতন কোয়ার্টারটি ব্যবহার করছে। এ নিয়ে প্রতিনিয়তই তাদের মাঝে মারামারি হয়। গতকাল মঙ্গলবার সকালের দিকে হাসপাতালের পিয়ন মোস্তফা মিয়া ও তার পুত্র মাহবুব মিয়া অপর পিয়ন আনোয়ার হোসেনের কোয়ার্টার দখল করতে যায়। এক পর্যায়ে তাদের মাঝে বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। এ নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। পরে অন্যান্য কর্মচারীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আহত অবস্থায় আনোয়ার হোসেন (৪০), তার স্ত্রী নিলুফা ইয়াসমিন (৩৫) কে হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া অন্যদের চিকিৎসা দেয়া হয়েছে। এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, পুরাতন কোয়ার্টারে থাকার কোনো নিয়ম নেই। বিষয়টি জেনে পরবর্তী ব্যবস্থা নিবেন।


     এই বিভাগের আরো খবর