,

হবিগঞ্জে এলজিএসপি-৩ ও তথ্য ব্যবস্থাপনা কর্মপন্থা নির্ধারন নিয়ে দুইদিন ব্যাপি কর্মশালা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট এলজিএসপি-৩ ও তথ্য ব্যবস্থাপনা কর্মপন্থা নির্ধারন নিয়ে ২ দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ১০টায় হবিগঞ্জ সার্কিট হাউজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুগ্ম-সচিব ও প্রকল্প পরিচালক এনামুল হাবিব। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ নাজমুল হাসান, ট্রেইনার এন্ড কনসালটেন্ট মোসলে উদ্দিন, হবিগঞ্জ প্রেসকাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ। কর্মশালার দ্বিতীয় পর্বে জেলা প্রশাসক মিলনায়তনে ৯টি উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এতে জেলার ৭৮টি ইউনিয়নের সচিবরা অংশগ্রহন করেন। কর্মশালার ফলে এলজিএসপি-৩ ও তথ্য ব্যবস্থাপনায় অগ্রগতী ও জবাবদিহীতা সাধিত হবে। গতকাল মঙ্গলবার দুইদিন ব্যাপী এই কর্মশালার সমাপ্তি ঘটে।


     এই বিভাগের আরো খবর