,

নবীগঞ্জে কৃষকলীগের বর্ধিত সভায় এমপি মিলাদ গাজী- কৃষকলীগ হচ্ছে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৩টায় নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের আহ্বায়ক শেখ শাহনূর আলম ছানুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রেজা আহমেদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শামিনুর রহমান ছামি এবং যুগ্ম আহ্বায়ক ফরহাদুজ্জামান মোহিতের সঞ্চালনায় নবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৬নং কুর্শি ইউপি কৃষকলীগের আহ্বায়ক দিলবাহার আহমদ দিলকাছ। সভায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি দেওয়ান জয়নাল আবেদীন, অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব হুমায়ুন রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা কৃষকলীগের সহ-সভাপতি শফিকুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার রায়, প্রচার সম্পাদক শেখ আজমান, কৃষি বিষয়ক সম্পাদক চন্দন দাশ, হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য এড. সুলতান মাহমুদ, সদস্য ফয়সল আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল ওবায়দুল কাদের হেলাল, ৬নং কুর্শি ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুছা।

অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা তছনু বেগ, উপজেলা কৃষকলীগের সদস্য মাহবুব কুরেশী, আহমদ আজাদ, জয়নাল আবেদীন, জাবেদ হোসেন, হেলাল আহমেদ, মজনু মিয়া, দবির মিয়া, দরবেশ মিয়া, আফজল মিয়া, লইলুর রহমান লালন, আইয়ুব আলী, সুহেল, ইয়ান উদ্দিন, আক্তারুজ্জামান রুহেল, ১নং ইউপি আহ্বায়ক সুভাস দাশ, যুগ্ম আহ্বায়ক শংকর পাল, ২নং ইউপি আহ্বায়ক শাহাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক জসিম মিয়া, ৪নং ইউপি আহ্বায়ক আশরাফুল ইসলাম জগরুল, যুগ্ম আহ্বায়ক ছাইফুল ইসলাম, ৫নং ইউপি আহ্বায়ক মহসিন আহমদ, যুগ্ম আহ্বায়ক লেবু মিয়া, ৬নং ইউপি যুগ্ম আহ্বায়ক নজরুল আমিন, ৭নং ইউপি আহ্বায়ক বদরুল আমিন, যুগ্ম আহ্বায়ক সুদিন দাশ, ৮নং কুর্শি ইউপি আহ্বায়ক ইসলাম খা, যুগ্ম আহবায়ক সানু মিয়া, ১০নং ইউপি আহ্বায়ক নজির মিয়া, যুগ্ম আহ্বায়ক আনছার মিয়া, ১১নং ইউপি আহ্বায়ক টনু মিয়া, যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান, ১২নং ইউপি আহ্বায়ক শিহাব আহমেদ, যুগ্ম আহ্বায়ক আবু জাহের, ১৩নং ইউপি আহ্বায়ক আব্দুল হাই, যুগ্ম আহ্বায়ক নোমান আহমেদ, ইউনিয়ন কৃষকলীগের সদস্য বদরুদ্দিন তালুকদার, জগরুল মিয়া, মাহবুব, আল-আমিন প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে শাহনওয়াজ মিলাদ গাজী বলেন, বাংলাদেশ কৃষকলীগ হচ্ছে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন, আমি সবসময় কৃষকদের পাশে থাকবো। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কৃষকলীগের বিকল্প নেই। আলহাজ্ব হুমায়ুন রেজা বলেন, কৃষকদের পাশে অতীতে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো ইনশা আল্লাহ। কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে যা করতে হয় তা করে যাব। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে সবসময় মাঠে কাজ করে যাব। যে স্বপ্নœ নিয়ে বঙ্গবন্ধু কৃষকলীগ প্রতিষ্টা করেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে বাংলাদেশ কৃষকলীগের বিকল্প নেই।


     এই বিভাগের আরো খবর