,

সুন্দর ও শান্তিপূর্ন দুর্গাপূজা উৎসব পালনে পৌরসভা কার্যকরী ভূমিকা পালন করবে- মেয়র আতাউর রহমান সেলিম

হবিগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলা ও পৌর পূজা পরিষদ ও পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। রবিবার বিকেলে পৌরসভার সভাকক্ষে মেয়রের সভাপতিত্বে আয়োজিত ওই মতবিনিময় সভায় হবিগঞ্জ পৌরএলাকার ৩৬ টি পূজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় অংশগ্রহনকারীরা আসন্ন পূজা উৎসবকে সুন্দর ও শান্তিপূর্ন করতে নানা পদক্ষেপ গ্রহনের কথা আলোচনা করেন। সভাপতির বক্তব্যে মেয়র বলেন ‘এবারের পূজা উৎসবের নেতৃবৃন্দের মাঝে তরুনদের প্রধান্য লক্ষ্য করা যায়।’ তিনি বলেন, ‘তরুনদের আন্তরিক ও উদ্যামী ভূমিকার কারনেই এবারের পূজা উৎসব আরো সুন্দর ও শান্তিপূর্ন হবে।’ তিনি বলেন ‘শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে হবিগঞ্জ পৌরসভা ইতিমধ্যে তার প্রস্থতিমুলক সেবা কার্যক্রম শুরু করেছে। অতীতের চেয়ে আরো সুন্দর ও সফলভাবে যেন পূজা উৎসব পালিত হয় সে লক্ষে পৌরসভার পক্ষ থেকে কার্যকরী ভূমিকা পালন করা হবে।’ মেয়র বলেন, ‘অতীতেও আমি দুর্গাপূজায় একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করেছি। কিন্তু এবার দায়িত্ব আরো বেড়ে গেছে। ফলে ভাই হিসেবে, বন্ধু হিসেবে এবং পরিবারের একজন হিসেবে দুর্গাপূজা উৎসবে আমি আপনাদের পাশে থাকবো।’ মতবিনিময় সভায় কাউন্সিলরদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায় ও শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু। আলোচনায় অংশ নেন হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পার্থ প্রতীম দাশ, সাধারণ সম্পাদক এডভোকেট তুষার মোদক প্রমূখ। এছাড়াও বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার সচিব মোঃ ফয়েজ আহমেদ। মতবিনিময় সভায় হবিগঞ্জ জেলা, পৌর এবং ৩৬ টি পূজা মন্ডপের ৫৬ জন সংগঠক উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর