,

বাহুবলে ব্যবসায়ীর দায়ের করা মামলায় প্রবাসী গ্রেফতার

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে চান্দিনা ভিট ব্যবসায়ী দিদার মিয়ার মামলায় আমেরিকা প্রবাসী আহমেদ হোসেন মকসুদ মিয়া(৫০)কে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর বাহুবল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, বাহুবল উপজেলার বড়ইউড়ি গ্রামের আরজু মিয়া ও তার ছেলে দিদার মিয়া দীর্ঘদিন যাবত গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাহুবল মৌজার ১নং খতিয়ানের ৪৭৬ বর্তমান ১০১৯ দাগে ব্যবসা করে আসছেন, বিগত ২০১৭ সালে ইসলামাবাদের বাসিন্দা মৃত ছদরুল হোসেনের ছেলে আমেরিকা প্রবাসী মালিক আহমেদ হোসেন মকসুদ নিজের প্রভাব বিস্তার দেখিয়ে জোরপূর্বক দিদার মিয়াকে ভিটা থেকে উচ্ছেদের চেষ্টা ও বিভিন্নভাবে হুমকি দেয়া শুরু করেন। এ ঘটনায় দিদার মিয়া বাদী হয়ে ২০১৭ সালে মৃত ছদরুল হোসেনের ছেলে আমেরিকা প্রবাসী আহমেদ হোসেন মকসুদ, দিঘিরপাড় গ্রামের মৃত আকবর হোসেন এর ছেলে ছালেহ আহমদ ও মোছাব্বির মিয়াকে আসামী করে নিজের ও পরিবারের জান মালের নিরাপত্তা চেয়ে হবিগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে আসামীদের মুচলেকা ও ভবিষ্যতের জন্য সর্তক করে দেন।ঐ মামলায় আমেরিকা প্রবাসী আহমেদ হোসেন মকসুদ পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত। শুক্রবার জুম্মার নামাজের পর গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এ এস আই মিউঠুন বড়ুয়ার নেতৃত্বে বাহুবল মাছ বাজারের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর