,

হবিগঞ্জে রিক্সা ভাড়া নিয়ে যাত্রী ও ড্রাইভারের মধ্যে সংঘর্ষ ॥ আহত ২

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকায় রিক্সা ভাড়া নিয়ে যাত্রী ও ড্রাইভারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় যাত্রী ও তার লোকজনের হামলায় দুই চালক আহত হয়েছে। এর প্রতিবাদে রিক্সা শ্রমিকরা সদর হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়। গতকাল সোমবার বিকেলে এ ঘটনাটি ঘটে। জানা যায়, ২নং পুল বহুলা এলাকার আজিজসহ কিছুদুর্বৃত্ত রায়ধর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র অটোরিক্সা চালক আলী হোসেনকে বেশি ভাড়া চাওয়ায় মারপিট করে। এক পর্যায়ে আলী হোসেনের ছোট ভাই জাকির হোসেনকেও মারধোর করে তারা। এর বিচার না পেয়ে অটোরিক্সা চালকরা সড়ক অবরোধ করে রাখে। এসময় রাস্তার দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সদর থানার ওসি তদন্ত দৌস মোহাম্মদ পরিস্থিতি শান্ত করে। গুরুতর আহত অবস্থায় আলী হোসেন ও জাকির হোসেনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।


     এই বিভাগের আরো খবর