,

হবিগঞ্জে জেলি মিশ্রিত চিংড়ি ও নকল কসমেটিকস বিক্রি, ভোক্তা আইনে ১১ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের জেলি মিশ্রিত চিংড়ি, নকল কসমেটিকস বিক্রি ও এক মাংস বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে শহরের চৌধুরী বাজারে অভিযান চালানো হয়। এসময় মাছ বাজারে বিষাক্ত জেলি মিশ্রিত চিংড়ি বিক্রি করার দায়ে এক মাছ বিক্রেতাকে ২ হাজার টাকা ও নকল ভেসিলিন বিক্রি করায় রিপন স্টোরকে ৭ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকার কারণে আরেফিন মাংসের দোকানদারকে ২ হাজার টাকাসহ মোট ১১ হাজার জরিমানা করা হয়। অভিযানে সহযোগীতা করেন জেলা বাজার কর্মকর্তা ইকবাল আশরাফ খানসহ পুলিশের একটি টিম।


     এই বিভাগের আরো খবর