,

হবিগঞ্জে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস পালিত হয়েছে

মোঃ জুনাইদ চৌধুরী ॥ আজ মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষ্যে জেলা প্রশাসন হবিগঞ্জ কর্তৃক জালাল স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি, বীর মুক্তিযুদ্ধা, প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল কলেজের ছাত্র/ছাত্রীগণ ও স্কাউটের উপস্থিতিতে মহান বিজয় দিবস পালিত হয়। এ সময় হবিগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসিন আরাফাত রানাসহ কর্মকর্তাগণ বিভিন্ন স্থানে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন। মহান বিজয়ের ৫০ বছর পূর্তির দিন বাঙালির অবিসংবাদিত নেতা ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতিকে মুক্তির আকাংক্ষায় উজ্জীবিত করে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের পথে এগিয়ে নিয়ে যান। ২৬ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দুই লক্ষ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। জেলা প্রশাসন, হবিগঞ্জ কর্তৃক দূর্জয় হবিগঞ্জ, শহিদবেদীসহ মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত অন্যান্য স্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দূর্জয় হবিগঞ্জ এবং শহিদবেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এ সময় জেলা পুলিশ, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ, হবিগঞ্জ জেলা শাখা, জেলা আওয়ামী লীগ, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি/বেসরকারি দপ্তর ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর