,

হবিগঞ্জে বহুলার কুখ্যাত মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বড় বহুলা গ্রামের কুখ্যাত মাদক সম্রাট আব্দুর রশিদ (৫০) কে কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা তাকে ২ বছরের কারাদণ্ড একই সাথে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় প্রদানকালে রশিদ আদালতে উপস্থিত ছিলো। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি সালেহ উদ্দিন আহমেদ। মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের মে মাসের ১০ তারিখ ডিবির এসআই সুদ্বিপ রায় অভিযান চালিয়ে বড় বহুলা গ্রামে রশিদের বাড়ি থেকে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৪ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত হুরাই মিয়ার পুত্র। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। স্বাক্ষী প্রমাণ শেষে গতকাল এ দণ্ডাদেশ দেয়া হয়। তবে রশিদের পক্ষ থেকে জানা গেছে, এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করবে। পুলিশ জানায়, রশিদ ও তার স্ত্রী কল্পনা আক্তারের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তারা স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে যুব সমাজ ধ্বংস করে।


     এই বিভাগের আরো খবর