,

দারোগা আলতাফসহ দুই আসামীর ১ দিনের রিমান্ড

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর উপজেলার ফান্দ্রাইল গ্রামের চাঞ্চল্যকর আফজাল চৌধুরী হত্যার ঘটনায় র‌্যাবের হাতে গ্রেফতার দুই আসামী দারোগা আলতাফ চৌধুরী ও বিজয় চৌধুরীর ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত শুনানী শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। সূত্রে জানা যায়, দারোগা আলতাফ চৌধুরী ও বিজয় চৌধুরীর বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ড প্রার্থনা করেন। আদালতে শুনানী শেষে বিজ্ঞ বিচারক ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওসি মাসুক আলী জানান, হবিগঞ্জ সদর উপজেলার ফান্দ্রাইল গ্রামে ৩৫ বছরের পুরনো একটি মসজিদ নিয়ে বিরোধের জের ধরে গত ৫ জানুয়ারী সোমবার রাত ১ টার দিকে পাঁচপীরের মাজারে ওরস চলাকালে আফজাল চৌধুরী খুন হয়। আহত হয় আরও ১০ জন। নিহত আফজাল চৌধুরী ওই গ্রামের জামাল উদ্দিন চৌধুরীর পুত্র। সে ঢাকা বিআরটিএ অফিসের ড্রাইভার। হামলাকারীরা পরে আফজাল চৌধুরীর বাড়ীঘরেও হামলা করে। এ ব্যাপারে আফজাল চৌধুরীর ভাই লাউছ মিয়া ৭ জানুয়ারী বুধবার রাতে হবিগঞ্জ সদর থানায় ২২ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। এই মামলার ১নম্বর আসামী দারোগা আলতাফ চৌধুরীকে ঢাকার সাভার থেকে ও অপর প্রধান আসামী বিজয় চৌধুরীকে ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেটের জকিগঞ্জ থেকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা কোর্ট স্টেশন ফাঁড়ির পরিদর্শক নুনু মিয়া উক্ত আসামিদের বিরুদ্ধে ৫ দিনের রিমাণ্ড আবেদন করেন।


     এই বিভাগের আরো খবর